অনলাইন ডেস্ক:
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে সৌদি আরব প্রবাসী মো. আরাফাত ইসলামের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
রামপুরা থানার এসআই সফিকুল ইসলাম খান জানান, শুক্রবার ভোরে মালিবাগের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আরাফাত কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন এবং ১৮ ডিসেম্বর স্বর্ণার সঙ্গে ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে স্বর্ণা হোটেল ছেড়ে চলে যান।
নিহতের পরিবারের দাবি, প্রেমিকাকে নিয়ে সম্পর্কজনিত বিরোধই আরাফাতের মৃত্যুর কারণ।
এ অভিযোগে তাদের দায়ের করা হত্যা প্ররোচনার মামলার ভিত্তিতে পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া চলছে ও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়েছে।