হোম অন্যান্যসারাদেশ হেলান দিতে গিয়ে কুমেক হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

হেলান দিতে গিয়ে কুমেক হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

অনলাইন ডেস্ক:
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের পঞ্চম তলা থেকে পড়ে ওসমান আলী (৪৭) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ওই রোগী সার্জারি ওয়ার্ডে বারান্দার পাশের অতিরিক্ত সিটে হেলান দিতে গিয়ে ভবনের নিচে পড়ে মারা যায়। হাতের অপারেশনের জন্য তিনি গত ছয় দিন ধরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পর নার্স-ওয়ার্ড মাস্টার ঘটনাস্থল থেকে এই বেড ও বেডের ওপরে থাকা ফ্যানটি সরিয়ে নেন।

নিহত ওসমান জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

ওসমান আলীর স্ত্রী কোহিনুর বেগম বলেন, ‘হাতের সমস্যায় এক সপ্তাহ আগে স্বামীকে নিয়ে হাসপাতালে আসি। অপারেশন করার পর অনেক চেষ্টা করার পরও বেড না পেয়ে সার্জারি বিভাগের কর্মচারী (জমাদার) বিল্লাল হোসেনকে ৫০০ টাকা দিলে বারান্দায় দেয়ালের পাশে সিট দেওয়া হয়। যেখানে কোনও সুরক্ষা ব্যবস্থা ছিল না। রাতে পাশে হেলান দিতে গিয়ে নিচে পড়ে তিনি (স্বামী) মারা যান।’

নিচতলায় থাকা হাসপাতালের কর্মচারীরা জানান, রাতে হঠাৎ তারা একটি বিকট শব্দ শোনার পর সেখানে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনার পর হাসপাতালের লোকজন রোগীর বেডটি সরিয়ে নেন। বিল্লাল হোসেনও সটকে পড়েন।

হাসপাতালের উপপরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান বলেন, ‘প্রতিদিন ৫০০ শয্যার এ হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি থাকেন। এতে বারান্দা ও ফ্লোরেও এক্সট্রা বেড দিতে হয়। কিন্তু বারান্দায় স্বজনদের সামনে রোগীর নিচে পড়ে গিয়ে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকবো এবং বারান্দা সুরক্ষিত করা হবে।’ জমাদার বিল্লাল কর্তৃক রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে বেড দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

কোতয়ালি মডেল থানায় ওসি মহিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন