হোম খেলাধুলা হেলমেট ধরে টান, মাঠে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে

হেলমেট ধরে টান, মাঠে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার চারদিনের ম্যাচে মাঠে ঘটে গেল উত্তেজনাকর এক ঘটনা। খেলার তৃতীয় দিনে বাগবিতণ্ডা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যান রিপন মণ্ডলের হেলমেট ধরে টান দেন দক্ষিণ আফ্রিকান বোলার এনতুলি।

ঘটনাটি ঘটে বাংলাদেশ দলের ইনিংসের ১০৪তম ওভারে। ওভারের প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা মারেন রিপন মণ্ডল। তার ঠিক পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বোলার এনতুলি। ছক্কার পরপরই তিনি আগ্রাসীভাবে এগিয়ে এসে রিপনকে ধাক্কা দেন। উত্তেজিত হয়ে রিপন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এনতুলি রিপনের হেলমেট ধরে টান দেন। রিপন আবারও নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেন।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। উভয় দলের কয়েকজন ফিল্ডার ও দুই আম্পায়ার এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুই ক্রিকেটারের মধ্যে হাতাহাতিও হয়ে গেছে বলে জানিয়েছে ম্যাচসংশ্লিষ্ট সূত্র।

ম্যাচ রেফারি সেলিম শাহেদ প্রথম আলোকে জানান, বিষয়টি আম্পায়ারদের রিপোর্টের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘আম্পায়ার রিপোর্ট দিলে আমরা পর্যালোচনা করব এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। এখনই কিছু বলা সম্ভব নয়।’

যদিও ম্যাচটি প্রথম শ্রেণির মর্যাদা না পেলেও এই ধরনের আচরণের জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন খেলোয়াড়রা। সিরিজের এটি শেষ ম্যাচ হওয়ায় শাস্তি কীভাবে কার্যকর হবে, তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে বলে জানিয়েছেন ম্যাচ রেফারি।

ঘটনার মধ্যেও বাংলাদেশ এইচপি দলের ব্যাটিং ছিল প্রশংসনীয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি ১১৮ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৫৯ রান। ৮১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে রিপন মণ্ডল আউট হন এনতুলির বলেই, স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন