আন্তর্জাতিক :
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গেলেন বিজেপি প্রার্থী ও টালিউড অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার।
চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের কাছে হেরে গেলেন লকেট। আজ রোববার ভোটের ফলাফলে দেখা গেছে, ৫৭ হাজার ৮৯১ ভোট পেয়েছেন তূণমূল কংগ্রেস প্রার্থী অজিত। অন্যদিকে লকেট পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট।
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের ফলাফলে দেখা গেছে, ২০৬ আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে এখন পর্যন্ত বিজেপি পেয়েছে ৮৪টি আসন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে ভোটে হারের কারণ জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রোববার দুপুরে এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। কার্যত ভোট গণনাপর্বের মধ্যেই কৈলাস মেনে নিয়েছেন বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে বিজেপির শিবিরে একের পর এক তারকাদের হারের খবর আসছে। বেহালা পূর্বতে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জির সঙ্গে হেরেছেন বিজেপির প্রার্থী পায়েল সরকার।
ভোটের ফলাফলে দেখা গেছে, তৃণমূলের প্রার্থী ১৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ১২ হাজার ৬৪০ ভোট।
অন্যদিকে টালিউডের আরেক তারকা বিজেপির আলোচিত প্রার্থী শ্রাবন্তী তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন।