হোম জাতীয় হৃষ্টপুষ্ট হয়ে তৈরি হচ্ছে নড়াইলের ৩০ হাজার গবাদিপশু

জাতীয় ডেস্ক :

কোরবানির ঈদ সামনে রেখে গবাদিপশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খামারিরা। প্রাকৃতিক খাদ্যে ৩০ হাজার হৃষ্টপুষ্ট গবাদি পশু থেকে ভালো লাভের আশা তাদের। এ বিষয়ে খামারিদের সার্বিক সহযোগিতা করছে প্রাণিসম্পদ বিভাগ।

নড়াইলের সম্রাট। প্রস্তুত করা হচ্ছে কোরবানির ঈদে বিক্রির জন্য। মাত্র তিনবছর বয়সী ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন ৩০ মণ। নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামের মন্নু মোল্যার খামারে যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে বিশাল আকৃতির এমন তিনটি ষাঁড়।

লোহাগড়া উপজেলার চরকোটাকোল গ্রামের খন্দকার ফারুক আহম্মেদের খামারেও চলছে কোরবানির ঈদ ঘিরে এমনই কর্মযজ্ঞ। পশুর কাঙ্ক্ষিত ওজন পেতে তাদের হৃষ্টপুষ্ট করে তুলতে জেলার খামারে খামারে দিনরাত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন রক্ষণাবেক্ষণকারীরা।

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের এল এস পি সামাউন সাফুর বলেন, খামারিদের সুবিধা-অসুবিধা তদারকিতে নিয়মিত খামারে খামারে যাচ্ছেন তারা। এছাড়া দেয়া হচ্ছে নানা পরামর্শ।

অন্যদিকে, নড়াইল প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ হাসান খামারিদের নানাভাবে প্রশিক্ষণ দেয়ার কথা জানান।

প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, কোরবানির ঈদ উপলক্ষ্যে জেলায় এ বছর ৩০ হাজার গবাদি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন