হোম রাজনীতি ‘হুশিয়ার, সাবধান’: নৌকার মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, সড়ক বন্ধ করে স্বতন্ত্র প্রার্থীর সমাবেশ

রাজনীতি ডেস্ক:

শুরুর দিনেই লক্ষ্মীপুরে জমে উঠেছে প্রচারণা। লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থীর একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই স্থানে মহাসড়ক বন্ধ করে সমাবেশ করেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের মান্দারী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এমএ সাত্তারের পক্ষে পাল্টাপাল্টি মিছিল শুরু হয়।

এসময় নৌকার মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। তখন মিছিল থেকে ‘নৌকার বিরোধীরা হুশিয়ার, সাবধান’ বলে স্লোগান দেন নৌকার সমর্থকরা।

একই সময়ে মান্দারী বাজারের পূর্ব অংশে স্বতন্ত্র প্রার্থী সাত্তারের সমর্থকদের একটি মিছিল ঢাকা-নোয়াখালী মহাসড়ক হয়ে মান্দারী বাজারে প্রবেশ করে। এসময় মিছিলাকারীরা সড়ক দখল করে অবস্থান নেয়। প্রায় ২০ মিনিট সময় ধরে মহাসড়কে বন্ধ থাকে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ।

জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ রেখে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা, অন্যদিকে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ নিয়ে জেলা রির্টানিং কর্মকর্তা সুরাইয়া জাহানের কাছে জানতে চাইলে, এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলেন সুরাইয়া জাহান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন