হোম বিনোদন হুমায়রা হিমুর মৃত্যু হত্যা না আত্মহত্যা, চলছে তদন্ত!

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। অভিনেত্রীর মরদেহ রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে।

ধারণা করা হচ্ছে, হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান জানান, হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত নয়। তবে শোবিজের অনেক তারকার পোস্টই আত্মহত্যার দিকে ইঙ্গিত দিচ্ছে।

তবে তদন্ত চলছে, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে ব্রিফিং করবেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।

অভিনয় শিল্পী সংঘরের দুই সদস্য উর্মিলা শ্রাবন্তী কর ও রওনক হাসান হাসপাতালে অবস্থান করছেন। পরিবারের কোনো লোক এখন পর্যন্ত আসেনি। বিকেল সাড়ে ৩ টায় তাকে হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন