হোম আন্তর্জাতিক হুথির হামলার শিকার জাহাজে বাংলাদেশের নাবিক

হুথির হামলার শিকার জাহাজে বাংলাদেশের নাবিক

কর্তৃক Editor
০ মন্তব্য 125 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের এডেন উপসাগরে বিদ্রোহী গোষ্ঠী হুথির ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় ২২ নাবিকদের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছে। তাদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু করেছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। খবর এনডিটিভির।

বিবিসির প্রতিবেদন মতে, শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেল ট্যাংকারটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাংকারে আগুন লেগে যায়। সেই আগুন এখনও জ্বলছে বলে খবরে বলা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতের নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। প্রতিবেদন মতে, জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাবিক রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম এখন হামলার শিকার জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের জীবনের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনী দৃঢ় ও প্রতিশ্রুতিব্ধ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন