হোম জাতীয় হুইপ করায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মাশরাফী

হুইপ করায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মাশরাফী

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় নড়াইল -২ আসনের সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে মাশরাফী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে ধন্যবাদ জানান।

মাশরাফীর ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ ফেসবুক পোস্টের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।

পোস্টটিতে মাশরাফী লেখেন, ‘জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবারই স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আস্থা রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে নড়াইল-২ আসনের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা ভালোবেসে সম্মানের আসনে পুনরায় অধিষ্ঠিত করেছেন।’

পোস্টে মাশরাফী এলাকাবাসী সম্পর্কে লেখেন, ‘আপনাদের আশা ভরসার যথাযথ মূল্যায়ন করে স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া মহান জাতীয় সংসদের হুইপ হিসেবে গুরুদায়িত্ব আমার কাঁধে তুলে দেয়ার জন্য। আমি সততা ও নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।’

ধন্যবাদ জানিয়ে হুইপ লেখেন, ‘নড়াইলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদসের মহামান্য স্পিকারকে।’

সবশেষ তিনি সবার সহযোগিতা কামনা করে লেখেন, ‘অর্পিত এই গুরুদায়িত্ব পালনে আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।’

এর আগে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব রাষ্ট্রপতির পক্ষে কে. এম. আব্দুস সালাম সাক্ষরিত প্রজ্ঞাপনে মাশরাফী বিন মোর্ত্তজাসহ পাঁচজন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়।

হুইপ হিসেবে নিয়োগ পাওয়া অন্য চারজন হলেন: ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) ও সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন