হোম অন্যান্যসারাদেশ হিলি বাজারে আগুন

অনলাইন ডেস্ক:

হিলি বাজারের মসলা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে অসংখ্য দোকান।

সোমবার (২ অক্টোবর) বিকেলে বাজারের কাশেমের দোকানে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের দোকানের সামনে সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে তেল ভর্তি ড্রাম। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারতো আরও বড় ধরনের দুর্ঘটনা।

বাজারের খাসমহল হাট ও বাজারের সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান জানান, বাজারের কাশেমের দোকানের কর্মচারী সোমবার দোকান খোলার পরে দোকানে আগরবাতি দেয়। তার কিছুক্ষণ পর দোকান থেকে আগুনসহ ধোঁয়া বের হতে থাকে। স্থানীয় দোকানদারেরা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

হিলি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, দুপুরে মোবাইলে সংবাদ পাই বাজারের মসল্লা পট্টিতে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই বাজারে আসি এবং গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।

তিনি বলেন, যে দোকানে আগুন লেগেছে তার সামনেই অনেকগুলি তেলের ড্রাম সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। কোন কারণে যদি ড্রামে আগুন লাগতো সে ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো।

তেলের ড্রাম কেনো দোকানের সামনে রাখা হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে দোকানে থাকা কর্মচারীরা জানান, ড্রাম রাখার জায়গা না থাকায় তারা দোকানের সামনে এভাবে ড্রামগুলো সারিবদ্ধ ভাবে রেখেছেন। ড্রামগুলো রাখা ঠিক হয়েছে কিনা এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে দোকানদাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন