জাতীয় ডেস্ক :
হিলিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৬ অক্টোবর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম প্রমুখ।
এ সময় ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ৩৮ জন শহিদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়।