জাতীয় ডেস্ক:
হিলিতে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বুধবার (০২ আগস্ট) দুপুরে হিলি চেকপোস্ট (সিপি) মোড় এলাকায় ওয়ালটন শো রুমের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে আজকেই মরদেহ দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওয়ালটনের ম্যানেজার, শাহিনুর রেজা শাহিন বলেন, শো রুমটি রাস্তার পাশে হওয়ায় অনেকেই বারান্দায় বসে অথবা শুয়ে থাকেন। শো রুম খোলার সময় তারা উঠে যায়। প্রতিদিনের মতো আজকেও শোরুম খোলার পর দেখা যায় একজন শুয়ে আছেন উঠছেন না। পরে কাছে গিয়ে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।