খেলাধূলা ডেস্ক:
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন বীষে নীল হয়েছে আয়ারল্যান্ড। তাদেরকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের পাশাপাশি ওমান ও স্কটল্যান্ডের সুপার সিক্স নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
কুইন স্পোর্টস ক্লাবে রোববার (২৫ জুন) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লঙ্কানদের দেয়া ৩২৬ রান তাড়ায় নেমে আইরিশদের ইনিংস থেমেছে ১৯২ রানে। প্রতিপক্ষের ব্যাটারদের ক্রিজে দাঁড়াতেই দেননি হাসারাঙ্গা। তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।
এ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের টানা তিন ম্যাচে ৫ উইকেটের দেখা পেয়েছেন এ লঙ্কান স্পিনার। ৫০ ওভারের ইতিহাসে তার আগে টানা তিন ম্যাচে ৫ উইকেট তুলে নেয়ার রেকর্ড ছিল কেবল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে নেয় শ্রীলঙ্কা। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। দলীয় ৪৮ রানে ২ উইকেট হারায় তারা। নবম ওভারে আক্রমণে আসা ব্যারি ম্যাকার্থি টানা দুই বলে তুলে নেন পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিসের উইকেট। নিসাঙ্কা ২৬ বলে ২০ রান করেন। কুশাল সাজঘরে ফেরেন গোল্ডেন ডাককে সঙ্গী করে। এরপরের গল্পটা অবশ্য লঙ্কানদের।
তৃতীয় উইকেট জুটিতে দিমুথ করুনারত্মে ও সাদিরা সামাবিক্রমা মিলে ১৬৮ রানের জুটি গড়নে। সামাবিক্রমা ৮৬ বলে ৮২ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন করুনারত্নে। তিনি আউট হওয়ার আগে ১০৩ বলে ৮ চারের মারে ১০৩ রান করেন। দুজনের বিদায়ের পর চারিথ আসালাঙ্কার ৩০ বলে ৩৮ ও ধনাঞ্জয়া ডি সিলভার ৩৫ বলে ৪২ রানে ভর করে বড় সংগ্রহ পায় লঙ্কানরা। আইরিশদের হয়ে বল হাতে বাজিমাত করেন মার্ক অ্যাডায়ার ও ম্যাকার্থি। অ্যাডায়ার ৪৬ রান খরচায় ৪ উইকেট তুলে নেন আর ৫৬ রান খরচায় ৩ উইকেট নেন ম্যাকার্থি। ২ উইকেট নিজের পকেটে পুরেন গেরেথ ডেলানি।
জবাব দিতে নেমে শুরু থেকেই বড় বিপর্যয়ের মুখে পড়ে আয়ারল্যান্ড। দলীয় ২১ রানে ওপেনার পল স্টার্লিংকে হারানোর পর আর মাত্র ৩৭ রান তুলতে তারা হারায় আরও ৩ উইকেট। এরপর দলের হাল ধরেন হ্যারি টেক্টর। তিনি অবশ্য ৩৩ রানের বেশি করতে পারেননি। মিডল অর্ডারে কার্টিস ক্যাম্ফার ৩৯ রান করে কিছুটা হাল ধরেছিলেন। শেষের দিকে গেরেথ ডেলেনি ১৯ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। একপ্রান্ত আগলে রাখা জর্জ ডকরেলকে সঙ্গ দিতে পারেননি ম্যাকার্থি। তিনি ফিরে যান ৫ রান করে। আইরিশদের শেষ ব্যাটার জসুয়া লিটলকে নিজের পঞ্চম শিকার বানিয়ে অল আউট করেছেন হাসারাঙ্গা। ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডকরেল।
এনিয়ে টানা ৩ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে স্কটল্যান্ড, তিনে ওমান। আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত এখনো জয়ের দেখা পায়নি। দুই দলই ইতোমধ্যে ছিটকে গেছে। অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব থেকে সেরা দুই দল পাবে ভারত বিশ্বকাপের টিকিট।