হোম ফিচার হাসপাতাল নোংরা থাকলে ইনফেকশন কীভাবে নির্মূল হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক :

হাসপাতাল নোংরা থাকলে ইনফেকশন নির্মূল হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে ‘৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের হাসপাতালগুলো নোংরা থাকে। মেঝে অপরিষ্কার থাকে। বাথরুমগুলো ব্যবহারের অনুপযোগী। অতিরিক্ত ভিজিটরের কারণেও হাসপাতালের পরিবেশ নষ্ট হয়। হাসপাতালই যদি নোংরা থাকে, তাহলে ইনফেকশন কীভাবে নির্মূল হবে? সেখানে রোগী কীভাবে সুস্থ হবে?’

তিনি বলেন, ‘হাসপাতাল নোংরা থাকলে হাসপাতালের রোগীদের যেমন ইনফেকশন হতে পারে, আবার আক্রান্ত রোগীর ইনফেকশনও ভালো না হওয়ার আশঙ্কা থাকে। মূলত আমাদের অতিরিক্ত জনগোষ্ঠীর কারণেই হাসপাতাল নোংরা হয় বেশি। ১০০ মানুষ যদি রোগী হয়, তার সঙ্গে ভিজিটর আসেন ৪-৫ জন। রাতে অন্তত একজন হাসপাতালে থাকেন । তাহলে ১০০ রোগীর জন্য হাসপাতালে অবস্থান করছেন প্রায় ৪০০-৫০০ মানুষ। এই বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে অবস্থান করলে নোংরা তো হবেই। তাই প্রথমেই আমাদের ভিজিটর কন্ট্রোল করতে হবে। তাহলেই হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।’

দালাল হাসপাতালের পরিবেশ নষ্ট করে। তাই হাসপাতাল থেকে দালাল র্নিমূল করতে হবে। সেবা পেতে এসে মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সেদিকে নজর রাখতে হবে। এ বিষয়ে সারা বাংলাদেশ থেকে আসা সিভিল সার্জনদের সতর্ক থাকতে পরামর্শ দেন জাহিদ মালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা, আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন