অনলাইন ডেস্ক :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। আজ বৃস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছান।
এর আগে বিকাল পৌনে পাঁচটায় তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’র উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে রাতে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের তত্ত্বাবধায়নে বিএনপির চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন। ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।