হোম খেলাধুলা হাসপাতালে শোয়েব, সমর্থকদের কাছে চাইলেন দোয়া

খেলাধূলা ডেস্ক :

ক্রিকেট ছেড়েছেন ১১ বছর আগে। কিন্তু এসময়ে হাঁটুর যন্ত্রণা ছাড়েনি তাকে। ফলে আরও একবার অস্ত্রোপচারে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। অবস্থান করছেন অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে। সফল চিকিৎসা শেষে সমর্থকদের কাছে চাইলেন দোয়া।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার (০৮ আগস্ট) শোয়েব লেখেন, ‘আশাকরি এটিই আমার শেষ অস্ত্রোপচার, কেননা আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। আলহামদুলিল্লাহ, অস্ত্রোপচার শেষ হয়েছে। পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগবে। সবার দোয়া চাই।’

এর আগেও পাঁচ বার হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন শোয়েব। সবশেষ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে মাঠে নেমে শোয়েব বুঝতে পারেন, এ ইনজুরি তাকে আর ২২ গজে রাজত্ব করতে দিবে না।

নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তায় এ বিষয়ে তিনি বলেন, ‘আমি হয়তো আরো চার বা পাঁচ বছর খেলতে পারতাম। কিন্তু আমি এ ব্যাপারেও সচেতন ছিলাম যে আরও পাঁচ থেকে ছয় বছর খেললে আমাকে হয়তো বাকি জীবন হুইলচেয়ারে করে ঘুরতে হবে। এ কারণেই আমি অবসর নিয়ে ফেলি।’

১৯৯৭ সালে অভিষেকের পর থেকে পাকিস্তানের হয়ে শোয়েব ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণে তার উইকেট সংখ্যা যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯টি। ২২ গজে শোয়েব ব্যাটারদের জন্য সব সময় আতঙ্কের নাম ছিলেন। তার গতিতে পরাস্ত হতো বিশ্বের সেরা সেরা ব্যাটাররা।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার ১০০ মাইল গতিতে করা বলটি এখনো ক্রিকেটের সর্বোচ্চ গতির বল। তার এমন গতির কারণে ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন শোয়েব। আর এ গতিই তাকে বেশি দিন ক্রিজে থাকতে দেয়নি বলেও মত শোয়েবের। তিনি বলেন, ‘ফাস্ট বোলিং করতে গেলে এমনটা হয়। আপনার হাঁড় ক্ষয় হবে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন