হোম অন্যান্যসারাদেশ হাসপাতালে লাশ রেখে স্বামীর পলায়ন, রাজাপুরে স্বামীর বিরুদ্ধে মোটর সাইকেলের টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনি ব্রীজ এলাকায় স্বামী আল আমিনের (৩০) বিরুদ্ধে মোটর সাইকেল কেনার টাকার জন্য স্ত্রী বিথীকে (২৫) মারধর করে মুখে চালের ট্যাবলেট খাইয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামীর পালিয়ে গেছে। বিথী উপজেলার আঙ্গারিয়া গ্রামের ছত্তার মোল্লার মেয়ে এবং আল আমিন উপজেলার উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনি এলাকার মৃত রসূল খানের ছেলে। বিথীর ৪ বছর বয়সী সেজান নামে একটি ছেলে সন্তান রয়েছে।

বুধবার রাত ৮ টার দিকে নিহত বিথীর ভাই কাওসার মোল্লা অভিযোগ করে জানান, মোটর সাইকেল কেনার জন্য কয়েক মাস ধরে আল আমিন ১ লাখ টাকা দাবি করে আসছিলো বোন বিথীর কাছে বিষয়টি বিথী তার বাবা ও ভাইকে জানালে ২০ হাজার টাকা দেয়াও হয়েছিলো। কিন্তু ওই ২০ হাজার টাকা খরচ করে ফেলে পুনরায় আরও টাকা চাইতো, এ নিয়ে বিভিন্ন সময় তার বোনকে মারধর ও নির্যাতন করতো। ওই টাকার জন্যই বুধবার বিকেলে তাকে মারধর করে মুখে চালের ট্যাবলেট দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিথীর মুখে, গালে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নিহতের ভাই কাওসার।

রাজাপুর থানার এসআই আল হেলাল সিকদার ও এসআই রফিকুল ইসলাম জানান, স্বামী আল আমিন কর্তৃক পারিবারিক কলহেরে জেরে বিথীকে মারধর করায় চালের ট্যাবলেট পান করে অসুস্থ্য হয়ে পড়লে স্ত্রী বিথীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করান এবং কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মুখে ও গালে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। মারা যাওয়ার পর থেকে মরদেহ হাসপাতলে রেখে স্বামী আত্মগোপনে রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় নিয়ে এসেছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন