বিনোদন ডেস্ক:
হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা প্রবীর মিত্র। অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু জটিলতা নিয়ে ২২ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবরটি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম।
গণমাধ্যমকে সিফাত জানান, ‘কিছু শারীরিক জটিলতায় বাবাকে হাসপাতালে ভর্তি করি। শরীরে অক্সিজেন পাচ্ছিলো না। এরপর আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে দেওয়া হয়েছিলো কেবিনে। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ব্লাড লস হচ্ছে, প্লাটিলেটও কমে যাচ্ছে।’
তবে এটাই প্রথম নয়, অনেকদিন ধরেই প্রবীর মিত্র বয়সের ভারে ন্যুব্জ। সেইসাথে আছে নানা অসুখ-বিসুখ।
বলা প্রয়োজন, ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বেড়ে ওঠেন তিনি। ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তবে সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালে। ক্যারিয়ারের শুরুর দিকে ‘নায়ক’ হিসেবে কাজ করলেও তিনি মূলত একজন চরিত্রাভিনেতা।
প্রবীর মিত্র অভিনীত সিনেমার মধ্যে আছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ ৪ শতাধিক সিনেমা।