হোম খেলাধুলা হার্দিকের নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার

হার্দিকের নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক সূর্যকুমার

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
গত আইপিএলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। সেই শাস্তি কাটাতে হবে দেখে আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব।

গত আসরে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা পান পান্ডিয়া। মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে মুম্বাই অধিনায়ক বলেছেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। গত আসরে যা হয়েছে, সেটা আসলে খেলারই অংশ ছিল। সেবার শেষ ওভারটি করতে দেড় কিংবা দুই মিনিট দেরি করেছিলাম। তখনও জানতাম না এটার পরিণতি কী হবে। ব্যাপারটা আসলেই দুর্ভাগ্যজনক, কিন্তু নিয়ম তো নিয়মই। আমাকে এই প্রক্রিয়া মেনে চলতে হবে।’

সূর্যর নেতৃত্ব নিয়ে পান্ডিয়ার কথা, ‘সূর্য অবশ্য ভারতকেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়। ফলে আমি যখন থাকছি না, এই ফরম্যাটে পছন্দ হিসেবে সেই আদর্শ।’

মুম্বাইয়ের প্রথম ম্যাচ ২৩ মার্চ। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস।

হার্দিকের স্লো ওভার রেটের ঘটনাটি ঘটেছিল গত আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে। প্রতিপক্ষ ছিল লখনউ সুপার জায়ান্টস। যা ছিল এক মৌসুমে তার তৃতীয় স্লো ওভার রেটের ঘটনা। নিষেধাজ্ঞার সঙ্গে তার জরিমানা হয়েছে ভারতীয় ৩০ লাখ রুপি। যে কারণে প্রথম ম্যাচে অভিজ্ঞ জসপ্রীত বুমরার সঙ্গে পান্ডিয়াকেও পাচ্ছে না মুম্বাই। তবে পান্ডিয়াকে ২৯ মার্চ দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন