স্টাফ রিপোর্টার:
যশোরের কেশবপুরে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও ডিপ্লোমা চিকিৎসকেরা এক ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ওই কর্মবিরতি পালন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের চার দফা দাবি আদায়ে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক হামলায় শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ একঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মবিরতি কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শেখ নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদুর রহমান, অর্থ সম্পাদক ডা. অচিন্ত্য কুমার পাল, সদস্য ডা. হাসানুজ্জামান, সদস্য বাপী সরকার প্রমুখ।