হোম জাতীয় হাফ ভাড়া নিয়ে বিতণ্ডা, হেলপারের মারধরে ঢাবিছাত্রী আহত

জাতীয় ডেস্ক :

হাফ ভাড়া দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাস হেল্পারের হাতে মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজ বাসস্ট্যান্ডে মারধরের শিকার হন রাফিয়া তামান্না নামে ওই শিক্ষার্থী। ভুক্তভোগী রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন।

এ ঘটনায় রামপুরা থানায় মামলা করতে চাইলেও পুলিশ নানা জটিলতা দেখিয়ে মামলা নিতে অস্বীকৃতি জানায়। সবশেষ ভুক্তভোগী ছাত্রী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তবে মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন রামপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তাকে বলা হয়েছিল মামলা করতে চাইলে করতে পারবে। কিন্তু তিনি তার পরিবারের সাথে আলোচনা করে মামলার ঝামেলা এড়াতেই সাধারণ ডায়েরি করেছেন।’

ভুক্তভোগী রাফিয়া জানান, বৃ্স্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর শান্তিনগর থেকে তরঙ্গ প্লাস বাসে বাসায় ফিরছিলেন। যে বাসে তিনি উঠেছিলেন ওই বাসের নম্বর- ঢাকা মেট্রো ব- ১৫৭৭৭৮। বাসে ওঠার পর থেকে কন্ডাক্টর নানা ধরনের দুর্বব্যহারসহ ছাত্র ভাড়া নিতে অস্বীকার করে। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।

প্রতি চেক পোস্টে তিনি স্টুডেন্ট হিসেবে হাত তোলেন এবং চেকারকে আইডি কার্ড দেখানোর চেষ্টাও করেন। তখন বাস কন্ডাক্টর নানা ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাফিয়াকে হেনস্তা করতে থাকেন। সবশেষ বাস থেকে নামার আগে হুমকি দেয় যে পরের বার এই বাসে দেখলে ধাক্কা দিয়ে ফেলে দেবে।

ভুক্তভোগী জানান, এই হুমকির পর বাকবিতণ্ডার এক পর্যায়ে কন্ডাক্টরকে থাপ্পড় দেয় রাফিয়া। এসময় কন্ডাক্টর তাকে বাসের ভেতর ফেলে লাগাতার কিল-ঘুষি দিয়ে বিপর্যস্ত করে। কন্ডাক্টরের আক্রমণে ভুক্তভোগীর নাক দিয়ে রক্ত বের হয় এবং হাত কেটে যায়।

ওই ছাত্রী জানান, আহত অবস্থায় বাস থেকে নামার পর পুলিশ সার্জেন্টের উপদেশে রামপুরা থানায় যান তিনি। পরে পুলিশ বাস কন্ডাক্টরকে ধরে এনে মৌখিকভাবে মীমাংসার চেষ্টা করে। কিন্তু বাস কন্ডাক্টর তার কোনো অপরাধ স্বীকার করেনি। শেষ পর্যন্ত রাফিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

সার্বিক বিষয়ে পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ মেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন