হোম জাতীয় হাফ পাসের আন্দোলন থেকে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

জাতীয় ডেস্ক :

রাজধানীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে চলা আন্দোলন থেকে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) আইডিয়াল কলেজের এক ছাত্রকে তুলে নেওয়া হয়েছে। ওই ছাত্রকে তুলে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরাও শুনেছি আইডিয়াল কলেজের একজন ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।’

তিনি জানান, আইডিয়াল কলেজের অধ্যক্ষের সঙ্গেও তার কথা হয়েছে। ছাত্রটির নাম–পরিচয় তিনি জানেন না বলে জানিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রথমে বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা সরকারিভাবে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে।

সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এর আগে সড়ক আন্দোলনেও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। তাই নিজেদের দাবি আদায়ে বাধ্য হয়েই শিক্ষার্থীরা সড়কে নামতে হয়েছে।

তারা জানান, তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হয়। এরপর হাফ ভাড়া নিতে চাচ্ছে না পরিবহন মালিক-শ্রমিকরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পরিবহনের খারাপ আচরণও করা হচ্ছে।

এ সময় গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীদের হয়রানি বন্ধ করতেও দাবি জানানো হয়। বলা হয়, এখন বাস ভাড়া নিয়ে বিতণ্ডা হচ্ছে, নারী শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের জন্য দ্রুত বাস ভাড়া অর্ধেক করার পাশাপাশি অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।

এদিকে, অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে সাইন্সল্যাব মোড়ে পুলিশ অবস্থান করে। আর বকশিবাজার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন