হোম খেলাধুলা হাথুরুর নিবিড় পর্যবেক্ষণে মাহমুদউল্লাহ, ফিটনেস ক্যাম্পে তামিম

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প৷ ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে৷ কোচের সামনেই দীর্ঘ সময় ব্যাটিং করেছেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম৷ একাডেমি মাঠে ব্যক্তিগত জিম সেশন শেষে হালকা রানিং করেছেন ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়া ওপেনার তামিম ইকবাল।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সকাল শুরু হয় ক্রিকেটারদের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প৷ তবে স্কিল ক্যাম্পের আগেই মাঠে আসেন তামইম ইকবাল। পুনর্বাসনের অংশ হিসেবে ব্যক্তিগত ফিটনেস ক্যাম্পে যোগ দেন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক৷

দু’দিন টানা জিম শেষে এদিন প্রথমবারের একাডেমি মাঠে নেমেছেন তামিম৷ হাঁটলেন অতিরিক্ত ওজন নিয়ে৷ তবে হাথুরু তো দূরের কথা তামিমের দর্শন পাননি জাতীয় দলের ক্রিকেটাররাও৷ একাডেমি মাঠ ছাড়লেন অনেকটা নিভৃতে৷

তামিম যখন মাঠ ছাড়লেন তখন ইনডোরে যেন এক বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত৷ হাথুরুর সামনে ব্যাটিংয়ে রিয়াদ৷ এসময় মাহমুদউল্লাহকে কোন টিপস না দলেও দীর্ঘসময় তার ব্যাটিং পর্যবেক্ষণ করেছেন লঙ্কান কোচ৷ পাশের উইকেটে ছিলেন আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম৷ দুই সতীর্থ মিলে ব্যাটিং করলেন প্রায় মিনিট ত্রিশ৷

সেন্টার উইকেটে রঙ্গনার ক্লাসে স্পিনারদের বিশেষ তালিম চলছিলো৷ তবে আকর্ষণীয় বিষয় ছিল নাজমুল হোসেন শান্তর বোলিং অনুশীলন৷ দীর্ঘ সময় বোলিং অনুশীলন করলেন তিনি৷ ব্যাকআপ স্পিনার হিসেবে তাকে ঘিরে যে দলের পরিকল্পনা আছে সে বিষয়টা স্পষ্ট হয়েছে এতে।

ফ্রাঞ্জাইজি লিগ খেলে দেশে ফেরায় এদিন ছিলেন না লিটন-হৃদয়৷ তারা যোগ দেবেন বিশ্রাম শেষে৷ তবে ঘাম ঝড়িয়েছেন হাসান, এবাদত এবং তাসকিনরা৷

ব্যটিংয়ের পর বোলিংয়েও বেশ মনোযোগী ছিলেন মাহমুদউল্লাহ৷ টানা বল করেছেন প্রায় এক ঘন্টা৷ তবুও হাথুরুর ‘গুডবুকে’ তার জায়গা হবে কিনা তা জানা যাবে দু’এক দিনের মধ্যেই, এশিয়া কাপের দল ঘোষণার পর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন