জাতীয় ডেস্ক :
নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় ‘জাহাজমারা সমবায় সমিতি’ নামের একটি সংগঠনে ২০০ ব্যবসায়ীর জমা দেওয়া এক কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংগঠনটির এক নেতার বিরুদ্ধে। টাকা আত্মসাতের প্রতিবাদ ও নিজেদের সঞ্চয় ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধনে অংশ নেওয়া সমিতির সদস্যরা জানান, গত ২০১২ সালে নিজেদের আর্থিক কল্যাণের স্বার্থে প্রতিমাসে ১০ হাজার টাকা সঞ্চয় জমা রাখার নিয়মে প্রায় ২শত ব্যবসায়ী একটি সমবায় সমিতি চালু করেন। কিন্তু গত কয়েকমাস ধরে সদস্যদের কিছু না জানিয়ে সমিতির নামে ক্রয় করা জায়গা বিক্রি ও সমিতির নিজস্ব ব্যাংক হিসাব থেকে ৪০ লাখ টাকাও তিনি উত্তোলন করে আত্মসাৎ করে সভাপতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সদস্য এমরান হোসেন ও সিরাজ। এসময় প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তারা থানায় গিয়ে ওসির কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে সমিতির সব টাকা একাউন্টে আছে দাবি করে সভাপতি আবু সোলাইমান বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশে তারা এ মানববন্ধন ও আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
