রাজনীতি ডেস্ক :
রাজধানীর হাজারীবাগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় দল দুটি। বিকেল পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। একই স্থানে কর্মসূচি ঘোষণা করে ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ। দুই দল মুখোমুখি হলে সংঘর্ষ হতে পারে- এমন আশঙ্কা থেকে দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।
বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পরিবর্তন করা হয়। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশের প্রস্তুতি নেয়া হয়। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হন। এ সময় উভয় দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের কারণে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করে। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের ঘটনায় ১১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ১৬টি স্থানে সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
