হোম আন্তর্জাতিক হাওয়াইতে দাবানল: সব পুড়ে ছাই হলেও ‘অলৌকিক’ যে বাড়িটিকে স্পর্শ করেনি আগুন

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি ভয়াবহ দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপ। হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, আর্থিক ক্ষতি ৬ বিলিয়ন ডলারের বেশি। কিন্তু সম্প্রতি প্রকাশ পাওয়া এক ছবিতে দেখা গেছে, দ্বীপটিতে সব ধ্বংসস্তূপের মাঝেও পুরোপুরি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে একটি বাড়ি। কিন্তু কীভাবে?

চারপাশের সর্বনাশা ধ্বংসযজ্ঞের মধ্যেই সাদা দেয়াল এবং লাল ছাদের দোতলা বাড়ির ওই ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। এমনকি আশপাশে পুড়ে যাওয়া সব গাছের বিপরীতে বাড়ির বাগানটিও এখনও সবুজ রয়েছে। এই ‘অলৌকিক’ ঘটনা সামাজিক মাধ্যমেও আলোড়ন তুলেছে। সবার একটিই কৌতুহল, ভয়াবহ আগুনেও কীভাবে টিকে রইলো বাড়িটি!

তবে, কীভাবে এটি সম্ভব হলো তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ওই বাড়ির মালিক ডোরা অ্যাটওয়াটার মিলিকিন।

সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসকে তিনি বলেছেন, ‘এটি শতভাগ কাঠের একটি বাড়ি। আমরা এটি আগুনরোধী করেছিলাম; এমনও নয়।’

প্রতিবেদনে বলা হয়, দাবানলের কথা চিন্তা না করেই অ্যাটওয়াটার মিলিকিন এবং তার স্বামী ডুডলি সম্প্রতি শত বছর পুরনো ওই বাড়িটি সংস্কার করেছেন। বাড়িটিতে তারা তিন বছর ধরে আছেন।

মিলিকিন বলেন, ‘আমরা পুরনো ভবন পছন্দ করি। তাই মূল কাঠামোর কোনো পরিবর্তন না করেই আমরা এটি সংস্কার করেছিলাম।’

তবে সংস্কারের সময় অ্যাসফল্ট (বিটুমিনের সঙ্গে অন্যান্য উপকরণ মিশ্রিত পদার্থ) ছাদের জায়গায় ভারী-গেজ ধাতু দিয়ে তৈরি ছাদ ব্যবহার করার কারণেই বাড়িটি আগুন থেকে রক্ষা পেয়ে থাকতে পারে বলে মনে করছেন ওই দম্পতি।

এছাড়া দাবানলের শুরুর দিকে ওই বাড়ির চারপাশে থাকা গাছের ডাল-পালাও কেটে ফেলা হয়েছিল এবং বাড়িটির চারপাশ ঘিরে মাটিতে বসানো হয়েছিল পাথর, যা আগুনকে প্রতিহত করে থাকতে পারে।

আগুন না লাগার সবশেষ কারণ হিসেবে বলা হচ্ছে, লাল-ছাদের বাড়িটি ওই এলাকার অন্য বাড়িঘর থেকে খুব বেশি কাছে ছিল না, এটি ছিল সমুদ্রের তীরঘেষা। এছাড়া বাড়িটির সামনে একটি রাস্তা এবং একটি খালি জায়গাও ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন