হোম খেলাধুলা হাইব্রিড মডেলেই হবে এশিয়া কাপ, জানালেন বিসিবি সভাপতি

খেলাধূলা ডেস্ক:

এবারের এশিয়া কাপ নিয়ে টালবাহানার শেষ নেই। পাকিস্তানের মাঠে খেলতে যাবে না ভারত, তেমনটিই জানিয়ে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের সুবিধার্থে এরপর পাকিস্তান আনে হাইব্রিড মডেল। শুরুতে সেই মডেল না মানলেও শেষমেশ সে শর্ত মেনেছে এশিয়ান ক্রিকেটের পরাশক্তি দেশটি।

ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তানও যাবে না বিশ্বকাপ খেলতে। এরকম পাল্টাপাল্টি শর্তের খেলা চলেছে অনেকদিন। তবে হুট করেই একদিন আগে জানা যায়, হাইব্রিড মডেলেই খেলতে রাজি ভারত। এবার সেটি নিশ্চিত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আরও জানিয়েছেন, ২-৩ দিনের মধ্যেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, শুরুতে আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে প্রস্তাব করা হলেও এখন সেই ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।

এবারের এশিয়া কাপের সময়কাল ধার্য করা হয়েছিল ১০ থেকে ২৮ সেপ্টেম্বর। তবে ক্রিকইনফো বলছে, সেটা পরিবর্তিত হয়ে ১ থেকে ১৭ সেপ্টেম্বর করা হয়েছে। আর পাকিস্তানে যেসব ম্যাচ রয়েছে, সেগুলো অনুষ্ঠিত হতে পারে লাহোরে।

ওয়ানডে ফরম্যাটের এবারের এশিয়া কাপে হবে মোট ১৩টি ম্যাচ। ভারতের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ফাইনাল মাঠে গড়াবে পাকিস্তানে, তবে রোহিত শর্মা বাহিনী ফাইনালে গেলে সেটা শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন