শিক্ষা ডেস্ক :
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো পলিটিক্যাল (রাজনৈতিক) কক্ষ আছে–এমনটা আর শুনতে চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে সুযোগ পাবে, ভর্তির পর হলে থাকতে দলীয় পরিচয়ের কোনো প্রয়োজন নেই।
শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনকালে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতি সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো পলিটিক্যাল রুম আছে এটা আর শুনতে চাই না। শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে সুযোগ পাবে, ভর্তির পর হলে থাকতে দলীয় পরিচয়ের কোনো প্রয়োজন নেই।’
‘কোনো হল থেকে যেন এমন অভিযোগ না আসে যে পলিটিক্যাল কারণে সাধারণ মেয়েরা সুযোগ পাচ্ছে না, এটা চিরতরে কবর দিতে হবে,’ যোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সবার অভিন্ন শত্রু সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা রুখতে হবে। যে ক্যাম্পাসে একসময় অস্ত্রের ঝনঝনানি ছিল, সেই ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে হবে। শান্তির বার্তা উড়িয়ে ক্যাম্পাস স্থিতিশীল রাখতে হবে।’
