হোম রাজনীতি হরতাল-অবরোধে ঢাকায় ৬৪ বাসে আগুন-ভাঙচুর, ১ জন পেলেন পুরস্কার

রাজনীতি ডেস্ক:

বিএনপি ও তাদের সমমনা দলগুলোর হরতাল ও তিন দফা অবরোধে এখন পর্যন্ত রাজধানীতে ৬৪টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এতে প্রাণ গেছে একজনের। ২৮ তারিখের পর থেকে রাজধানীতে আগুন দেয়ার সময় ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। আর আগুন দেয়ার সময় এক নাশকতাকারীকে ধরিয়ে দেয়ায় একজনকে দেয়া হয়েছে ২০ হাজার টাকা পুরস্কার।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন এসব তথ্য জানান।

নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেয়ার সময় দুজন, গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার এবং আগুন-সন্ত্রাসীদের ধরিয়ে দেয়ায় পুরস্কার প্রদানের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মহিদ উদ্দিন জানান, ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর আগে থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপির নেতাকর্মীরা। শুরু করে ভাঙচুর, আগুন দেয় গণপরিবহনসহ নানা স্থাপনায়। পরবর্তী সময়ে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর হরতাল ও তিন দফা অবরোধেও সমান তালে চলতে থাকে নাশকতা।

এখন পর্যন্ত রাজধানীতে তাদের নাশকতার শিকার হয়েছে ৬৪টি যানবাহন। যেগুলোতে যাত্রীবেশে উঠে নাশকতাকারীরা অগ্নিসংযোগ করেছে। পাশাপাশি দাহ্য পদার্থ ব্যবহার করায় আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত একজনের প্রাণ গেছে, আর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এদিকে যানবাহনে আগুন দেয়ার সময় ধরিয়ে দেয়ায় পূর্বঘোষণা অনুযায়ী একজনকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেয়ার সময় দুজন ও তাদের দেয়া তথ্যে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৮ অক্টোবরের পর থেকে রাজধানীর ১২টি স্থানে যানবাহনে আগুন দেয়ার সময় ১২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক আসামি গ্রেফতারে সাধারণ মানুষ পুলিশকে সাহায্য করেছে। ডিএমপির পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে।

প্রতিদিন যে পরিমাণ নাশকতা হচ্ছে, তার কয়েক গুণ বেশি পরিকল্পনা পুলিশ ভেস্তে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, গেল ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪টি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। নাশকতাকারীরা যাত্রীবেশে দাহ্য পদার্থ ব্যবহার করে বাসে আগুন দেয়। প্রতিদিন যে পরিমাণ নাশকতা হচ্ছে, তার অনেক গুণ বেশি বন্ধ করেছে পুলিশ। এর পরও রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা করলে পুলিশ ব্যবস্থা নেবে। এ সময় ১২ ও ১৩ নভেম্বরের অবরোধ কর্মসূচিতেও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন মহিদ উদ্দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন