সংকল্প ডেস্ক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয়জন নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তাঁর মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯) ও দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০)। নিহত একজনের (২৬) নাম জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া জানান, বিআরটিসির একটি বাস কুমিল্লা থেকে সিলেটে যাচ্ছিল। বাসটি ফুলতলী বাজার এলাকায় শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের কাছে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। সেইসঙ্গে বাসটিও উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ যাত্রীরা নিহত হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
