হোম এক্সক্লুসিভ হঠাৎ দ্বিতীয় ওয়ানডের দলে হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ছিলেন না পেসার হাসান মাহমুদ। বৃষ্টিতে প্রথম ওয়ানডে ভেসে যাওয়ার পর শনিবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তার আগের দিন হঠাৎ করে টাইগার স্কোয়াডে ভেড়ানো হয়েছে হাসানকে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) হাসানকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিশ্বকাপের আগে শেষ বারের মতো প্রস্তুতি নিতে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তবে এ সিরিজে অধিনায়ক সাকিব আল হাসানসহ ছয় নিয়মিত ক্রিকেটারকে দেয়া হয়েছে বিশ্রাম। মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বিশ্ব আসরের আগে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার পর্যাপ্ত সময় দিতে এমন সিদ্ধান্ত ছিল বোর্ডের। তবে দ্বিতীয় ওয়ানডের দলে যুক্ত বিশ্বকাপের আগে পুরোপুরি বিশ্রামে থাকা হচ্ছে না হাসানের।

অন্যদিকে ইনজুরি কাটিয়ে নিজেকে ফিরে পেতে দলে ফিরেছেন তামিম ইকবাল। তার সঙ্গে সুযোগ দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানসহ একাধিক অনিয়মিত ক্রিকেটারকে।

কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় প্রথম ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ পাননি তামিম-সৌম্য-মাহমুদউল্লাহরা। মিরপুরে বৃষ্টি পুরোপুরি বাধা সৃষ্টি করার আগে ৩৩.৪ ওভার মোকাবিলায় ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছিল কিউইরা। ৭ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে বল হাতে দ্যুতি ছড়িয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ৮ ওভার বল করে ২১ রান খরচায় ২ উইকেট নিয়ে বাজিমাত করেছেন স্পিনার নাসুম আহমেদও।

বোলিংয়ে আগের ম্যাচে সফলতা পেলেও দ্বিতীয় ম্যাচে শক্তি আরও বাড়াতে চায় বিসিবি। যার কারণে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে হাসানকে। যদিও আগের স্কোয়াডে মুস্তাফিজসহ ছিলেন তিন পেসার। এর মধ্যে তানজিম হাসান সাকিব প্রথম ম্যাচে খেললেও ছিলেন না খালেদ আহমেদ।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন