হোম আন্তর্জাতিক হঠাৎ উধাও পুতিনের ‘গোপন কন্যা’

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ব্যাপক ট্রলের মুখে পড়েন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গোপন কন্যাখ্যাত লুইজা রোজোভা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে তাকে আর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে উধাও হয়ে গেছেন।

আঠারো বছর বয়সী লুইজা সেন্ট পিটার্সবার্গের শিক্ষার্থী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মুছে দিয়েছেন। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর থেকে তাকে নিয়ে অনেক বাজে পোস্ট দেওয়া হয়েছে। যেমন তাকে উদ্দেশ্য করে একজন লিখেছেন, আপনি কী বাংকারে বসে আছেন? ইঁদুরের মতো?

পরিচ্ছন্নতাকর্মী থেকে মাল্টি-মিলিওনিয়ার ভেটলানা ক্রিভঙ্গিকের মেয়ে লুইজা বর্তমানে রাশিয়ার একটি বড় ব্যাংকের আংশিক মালিক। দেশটির সবচেয়ে ধনী নারীদের মধ্যে তিনি একজন।

মোনাকোয় ৩১ লাখ মার্কিন ডলারের একটি বিলাসবহুল প্রাসাদের মালিক ৪৫ বছর বয়সী এই নারী। তার মেয়ে ক্রেমলিনের একনায়কের কন্যা বলে কখনোই দাবি করেননি তিনি। কিংবা লুইজাকেও এ নিয়ে কখনো মন্তব্য করতে দেখা যায়নি।

রাশিয়ার জিকিউ সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী লুইজা বলেন, সম্ভবত তাকে দেখতে তরুণ বয়সী পুতিনের মতো লাগে।

পুতিনের বিবাহবহির্ভূত সম্পর্কের মাধ্যমে তার জন্ম হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। রাশিয়ার একটি টেলিভিশনে এ নিয়ে খবরও সম্প্রচার করা হয়েছে।

পাঁচ মাস আগে প্রকাশ্যে পোস্ট করা থেকে বিরত রয়েছে এই তরুণী। পুতিনই তাকে থামিয়ে দিয়েছেন বলে সন্দেহ করা হলেও এ নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি তার অ্যাকাউন্টটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন