জাতীয় ডেস্ক :
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রোববার (৮ মে) রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে হয়েছেন তিনি।
রোববার (৮ মে) দুপুর ১টা ২০ মিনিটে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে অ্যাম্বুলেন্সে করে ক্যান্টনমেন্টের দিকে রওনা হন। সেখান থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টারে) তাকে ঢাকার নিয়ে আসা হয়। মন্ত্রীর সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার ছেলে রাকিবুজ্জামান রাকিবসহ পরিবারের আরও তিন সদস্য ছিলেন।
এর আগে শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি সিসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।
