হোম খুলনানড়াইল সড়ক দূর্ঘটনা কালিয়ার আল আমিনের সৌদি যাওয়া হলো না

সড়ক দূর্ঘটনা কালিয়ার আল আমিনের সৌদি যাওয়া হলো না

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় আলামিন শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার যোগানিয়া তুষারের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শুক্রবার (৭ মার্চ) বিকেলের ফ্লাইটে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মোসলেম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিনের শুক্রবার (৭ মার্চ) বেলা ৩ টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সাথে নিয়ে উপজেলার নড়াগাতী থানার বাঐশোনা ইউনিয়নের যোগানিয়া বাজার থেকে ছবি তুলে ও আইডি কার্ড ফটোকপি করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌঁছালে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে সংঘর্ষ হয়। এতে পথচারী রাজল²ী (৬০) মোটরসাইকেলে থাকা আলামিন, দুলু ও নয়ন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। পথচারী রাজল²ীকে ঢাকায় এবং দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।

নড়াগাতি থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন