হোম ফিচার সড়কে শৃঙ্খলার অভাব বাড়াচ্ছে যানজট

অনলাইন ডেস্ক :

সড়কে যানজট যেন কমছেই না। ঈদের আগে তা পৌঁছে চরমে। অথচ, দেশে অনেক সড়ক হয়েছে, ব্রিজ হয়েছে, তৎপর রয়েছে প্রশাসনের সদস্যরা। তারপরও যানজটের দেখা মিলছে। এজন্য শৃঙ্খলার অভাবকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, সড়কে কোনো সংকট নেই, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে। যদিও এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে, একদিনে একশ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ইনডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে।’

সড়ক পরিবহণমন্ত্রী বলেন, ‘আমি একটু জটলা দেখলে রং সাইডে যাব, তাহলে যানজট হবে। এ ধরনের অবস্থা হয়। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, চলতে চলতে গাড়ি রাস্তায় থেমে গেছে। সেটি সরাতে সরাতে ১৫ মিনিট লাগলে কতবড় যানজট হবে, সেটি তো বোঝাই যায়। আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি বারবার ভিজিট করেছি। আমি মানুষের কষ্ট দেখেছি। রাত দুইটাতেও দুর্ভোগ আমরা দেখেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘অন্যান্যবার আমাদের একটা প্রবলেম ছিল গাজীপুর। এবার গাজীপুর একেবারেই দুর্ভোগশূন্য হবে মনে করি না, তবে সেখানে অন্যবারের তুলনায় এবার দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে।’

কাদের আরও বলেন, ‘উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণ কাজ প্রসঙ্গে আমি সচিব সাহেবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে, ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারব।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুন মাসে একদিনে আরও একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।’

এর আগে মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।

এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবির মহাপরিচালক রজত মিশ্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন