জাতীয় ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক কলেজশিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জসিম সাহা (২৪) নামে ওই যুবক নারায়ণগঞ্জ বন্দরের সরকারি কদম রসুল কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার ফতেরকান্দি গ্রামে। বাবার নাম রঞ্জিত সাহা। দুই ভাইয়ের মধ্যে জসিম ছোট।
তার ভাই অসিম সাহা জানান, তিনি নারায়ণগঞ্জ শিবু মার্কেট এলাকায় থাকেন। আর তার ছোট ভাই জসিম কুমিল্লায় গ্রামের বাড়িতে থাকতো। সেখান থেকে মাঝে মধ্যে নারায়ণগঞ্জ বন্দরে তার কলেজে এসে ক্লাস করত। সিলেট ঘুরতে যাবে জানিয়ে গত শনিবার বাড়ি থেকে বেরিয়ে যায় জসিম। এরপর মঙ্গলবার দুপুরে জসিমের সঙ্গে মোবাইলে কথা হয় বড় ভাই অসিমের। জসিম তখন তাকে জানান, তিনি সিলেটে আছেন।
অসিম সাহা আরও জানান, বিকেলে একটি অপরিচিত ফোন নম্বর থেকে তার ফোনে কল করে জানায়, জসিম নামে এক যুবক যাত্রাবাড়ী চৌরাস্তায় অচেতন অবস্থায় পড়ে আছেন। এমন সংবাদে নারায়ণগঞ্জ থেকে তিনি যাত্রাবাড়ীতে যান। তবে এর আগেই পথচারীরা জসিমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তখন তিনি ওই হাসপাতালে গিয়ে জসিমকে দেখতে পান। সেখান থেকে তিনি জসিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। জসিমের কী হয়েছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
বায়েজিদ নামে এক পথচারী জানান, যাত্রাবাড়ী বিবির বাগিচা এক নম্বর গেট সংলগ্ন রাস্তার আইল্যান্ডে ওই যুবক অচেতন অবস্থায় পড়েছিলেন। মাথায় পানি ঢালার পর কিছুটা সুস্থ হলে তার কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর নিয়ে কল করে পরিবারকে জানানো হয়।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।