হোম আন্তর্জাতিক স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো আপাতত বিপদমুক্ত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো আপাতত বিপদমুক্ত

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী বরার্ট ফিকো আপাতত বিপদমুক্ত। তবে এখনও আইসিইউতে রয়েছেন তিনি। বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর চারদিন পর রোববার (১৯ মে) এমনটাই জানালেন দেশটির উপপ্রধানমন্ত্রী।

ফিকোর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী রবার্ট কালিনাক এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী ফিকোর জীবন নিয়ে শঙ্কা ছিল, তিনি এখন সেই আশঙ্কা থেকে মুক্ত। তবে তার অবস্থা এখনও গুরুতর এবং তার নিবিড় পরিচর্যার চলছে।

গত বুধবার (১৫ মে) স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে রবার্ট ফিকোকে হত্যার চেষ্টা করা হয়। তাকে খুব কাছ থেকে পাঁচটি গুলি করা হয়। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার এই ঘটনাকে দেশটিতে রাজনৈতিক বিভক্তি বাড়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গুলিবিদ্ধ রবার্ট ফিকোকে বানস্কা বিসত্রিচা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং গত চারদিন ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত শুক্রবার (১৭ মে) দুই ঘণ্টার একটি অস্ত্রোপচারের পর রবার্ট ফিকোর শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা তৈরি হয়।

রোববার (১৯ মে) তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাক। তিনি বলেন, আমরা তার অবস্থা স্থিতিশীল বিবেচনা করতে পারি। তিনি আরও বলেন, আমরা সবাই এখন একটু বেশি স্বস্তি বোধ করছি। কালিনাক জানান, ফিকো আপাতত বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালেই থাকবেন।

এদিকে রবার্ট ফিকো হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হয়েছে। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম জুরাজ সি। তার বয়স ৭১।

গ্রেফতার করার পর সন্দেহভাজন ওই হামলাকারীকে শনিবার স্লোভাকিয়ার বিশেষ ফৌজদারী আদালতে নেয়া হয়। মামলার শুনানি শেষে বিশেষ ওই আদালত জানায়, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ওই হামলাকারী পুলিশের হেফাজতেই থাকবেন।

এর আগে গত বৃহস্পতিবার স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুজ সুতাই এসতক সাংবাদিকদের জানান, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। হামলাকারী একাই গুলি চালান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন