হোম রাজনীতি স্যাংকশনের ভয়ে সরকারের হাঁটু কাঁপছে: ফখরুল

রাজনীতি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের স্যাংশনের ভয়ে সরকারের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে বিএনপির তারুণ্যের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

নতুন ভোটারদের অধিকার নিশ্চিত ও উৎসাহিত করতেই চট্টগ্রামে বিএনপির তারুণ্যের এই সমাবেশ। নগরীর কাজীর দেউড়ি চত্বরে ঢল নামে নতুন প্রজন্মের। বিএনপি বলছে, গত ১৫ বছরে যে চার কোটি তরুণ ভোটার অধিকার পায়নি তাদের অধিকার ফিরিয়ে দিতেই এ সমাবেশ।

সমাবেশের শুরু থেকে স্লোগান স্লোগানে মুখর ছিল সমাবেশস্থল। আশপাশে সড়ক ও অলি-গলিতে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। বেলা তিনটায় শুরু হয় তারুণ্যের সমাবেশ। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সমাবেশে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ফখরুল বলেন, স্যাংশনের ভয়ে সরকারের হাটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নতুন প্রজন্মকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

এই সরকারের অধীনে নির্বাচন নয় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা খালেদার জিয়াকে কারাগারে পাঠিয়েছে তদের কাউকে ছাড় দেয়া হবে না। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর জবাব দিতে হবে।

এর আগে সমাবেশে যোগ দিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে দুপুর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে আসতে থাকেন সমাবেশস্থলে। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ নানা জেলা থেকে আসেন নেতাকর্মীরা।

সমাবেশ শেষে এসে পানি খাওয়া নিয়ে কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম থেকে শুরু হওয়া তারুণ্যের সমাবেশ শেষ হবে আগামী ২৯ জুলাই রাজধানীর নয়াপল্টনে গিয়ে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন