বিনোদন ডেস্ক :
কামাল আর খান। যিনি সিনেমা নিয়ে আক্রমণাত্মক রিভিউ এবং টুইটের জন্য বলিউডে বেশ সমালোচিত। টুইটের জন্য জেলে পর্যন্ত গিয়েছেন। তবে জেল থেকে ফিরে আবারও টুইট শুরু করেছেন। সম্প্রতি এক টুইটে তিনি লিখেছেন, ১০ দিন জেলে কাটানোর পর ২০ শতাংশ স্মৃতি হারিয়েছেন তিনি।
তিনি আরও লেখেন, ‘চিকিৎসকের ভাষ্যমতে আমি হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে পাব না। তবে ভবিষ্যতে আমার স্মৃতিগুলো ক্রমশ হারিয়ে যেতে শুরু করবে।’ স্বঘোষিত সিনেমা ক্রিটিক কামাল আর খান আরও বলেন, ‘আমি মারা গেলে ভাববেন সুশান্ত সিং রাজপুতের ঘটনাটি আবার ঘটল। সুশান্তের সঙ্গে যা করা হয়েছে, আমার সাথেও তাই করছে।’
এছাড়া তিনি আপাতত ভিডিও না বানানোর কারণ হিসেবে বলেন, ‘একটা বাক্য বলার পরে কী বলব, সেটাও বুঝতে পারছি না মাঝেমধ্যে। রেকর্ড করার চেষ্টা করেও পারছি না।’ এর কিছুদিন আগে তিনি জেলে থাকাকালীন তার ছেলে দাবি করেছিল, তার বাবাকে জেলের মধ্যেই মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।
দুটি পুরনো মামলায় গ্রেফতার হয়েছিলেন কামাল আর খান। প্রয়াত অভিনেতা ইরফান খান এবং ঋষি কাপুর সম্পর্কে অসম্মানজনক টুইট এবং এক তরুণী অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে। গত ৮ সেপ্টেম্বর ছাড়া পান কেআরকে।
