হোম জাতীয় স্মার্ট বাংলাদেশ গড়তে ৩ শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হবে: পলক

স্মার্ট বাংলাদেশ গড়তে ৩ শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হবে: পলক

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

জাতীয় ডেস্ক:

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট বাংলা গড়ার জন্য ৩ শত্রুকে মোকাবিলা করতে হবে। মাদক, দুর্নীতি, সুদ ও ঘুষকে নির্মূল করতে হবে। এ ৩টি দূর করতে পারলে স্মার্ট বাংলা গড়া সম্ভব।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার গোল-ই- আফরোজ কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ নাগরিক সংবর্ধনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

পলক বলেন, সিংড়ার জলাশয় খালবিল কেউ দখল করতে পারবে না। যার জাল আছে সেইসব জেলেকে কেউ মাছ শিকারে বাধা দিতে পারবে না। খালে কোনো বাঁধ থাকবে না, নদীতে কোনো সুতি জাল থাকবে না। দলিল যার জমি তার। সিংড়া থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আগামী যেকোনো নির্বাচনে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করার চেষ্টা থাকবে আমার। সৎ জনদরদী, কর্মীবান্ধব নেতাদের দলীয় পদে নিয়ে এসে দলকে নতুন করে ঢেলে সাজানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন