হোম এক্সক্লুসিভ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন লিয়াকত

কর্তৃক
০ মন্তব্য 626 ভিউজ

অনলাইন ডেস্ক :

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী।

রোববার বেলা ১২টার দিকে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় তার জবানবন্দি রেকর্ড করা শুরু হয়। এর আগে সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় লিয়াকতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেওয়া হয়।

লিয়াকতের আগে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএনের তিন সদস্য।

গত ৩১ জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে পুলিশের নয়জনকে আসামি করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন