হোম অন্যান্যশিক্ষা স্বাস্থ‌্য শিক্ষায় স‌চেতনতামূলক কার্যক্রম মূল‌্যায়‌নে কর্মশালা

স্বাস্থ‌্য শিক্ষায় স‌চেতনতামূলক কার্যক্রম মূল‌্যায়‌নে কর্মশালা

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

জবি প্রতিনিধি:

স্বাস্থ‌্য শিক্ষা বিষ‌য়ে স‌চেতনতামূলক কার্যক্রমসমূহের বাস্তবভি‌ত্তিক মূল‌্যায়‌নে গবেষণার ওপর কর্মশালার আয়োজন করেছে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মহাখালির আইইডিসিআর ভবনে ব্যুরোর অধিনে লাইফ স্টাইল এন্ড হেলথ এডু‌কেশন এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, আদিবাসিসহ দেশের নানা প্রান্তে বসবাসরত মানুসের লাইফস্টাইল আলাদা। আমরা সমাজে নানা রকম বিশ্বাস ও প্রচলিত ধ্যান ধারণার সৃষ্টি করি। চট্টগ্রামের মানুষরা একটি ধারণায় বিশ্বাস করে, আবার সিলেটের মানুষের প্রচলিত বিশ্বাস আলাদা। এ গবেষণায় সেসকল বিষয়ে উঠে এসেছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষায় কি কি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা রয়েছে তা এ গবেষণায় উঠে এসেছে। বাংলা‌দে‌শের স্বাস্থ‌্যখা‌তের উন্নয়‌নে এ ধর‌নের গ‌বেষণার উ‌দ্যোগ নেয়ায় লাইফ স্টাইল এন্ড হেলথ এডু‌কেশন প্রমোশ‌ন, স্বাস্থ‌্য শিক্ষা ব‌্যু‌রো‌কে ধন‌্যবাদ জানান সাদেকা হালিম।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন লাইফ স্টাইল এন্ড হেলথ এডু‌কেশন প্রমোশ‌নের লাইন ডি‌রেক্টর ড. মিজানুর রহমান।

অনুষ্ঠা‌নে গ‌বেষণা প্রকল্প‌টি তু‌লে ধ‌রেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভাগ‌ের সহযোগী অধ‌্যাপক ড. সাইফুল হক। এদিকে এ কর্মশালায় ড. মাহমুদ হাসান ও ড. আলমগীর হোসেন গবেষণায় সহযোগী উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন। গবেষণা টিমের সদস্যরা ছিলেন, ড. নিতাই কান্তি দাস, ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম, মো. আফজাল হোসেন সরকার ও শেখ আলী হায়দার আজম। গ‌বেষণা প্রকল্প‌টি কনফার্ম ডে‌ভেলপ‌মেন্ট লি‌মি‌টেড ও এক্সপার্ট ক‌মিউ‌নি‌কেশস যৌথভাব‌ে বাস্তবায়ন কর‌েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন