স্বাস্থ্য ডেস্ক :
দেশে উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বাড়লেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নেই কোনো আগ্রহ। এখনই কঠোর ব্যবস্থা না নিলে করোনার লাগাম টানা সম্ভব হবে না বলে মনে করছে সচেতন মহল।
দিন যতই যাচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে করোনার সংক্রমণের হার। স্বাস্থ্য বিভাগ থেকে সচেতন হওয়ার বারবার নিদের্শনা দেওয়া হলেও মানছে না অধিকাংশ মানুষই।
চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মারা গেছেন একজন। শনাক্তের হার ৩৩ দশমিক শূন্য এক শতাংশ। সবচেয়ে বেশি আক্রান্ত রাউজানের রাঙ্গুনিয়ায়।
রেডজোন হিসেবে চিহ্নিত গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহেই করোনা শনাক্ত হয়েছে। এরপরও মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন অনেকেই।
খুলনাতেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা নাগরিকদের। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সাতরাস্তা মোড়ে হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্দিষ্ট দূরত্ব না মানাসহ অনেকেরই সঙ্গে ছিল না টিকা সনদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, নির্দেশনা প্রতিপালনে কোনো ব্যত্যয় হচ্ছে কি না, সেটা আমরা দেখছি। রেস্টুরেন্টে যারা খেতে যাচ্ছেন, তারা টিকা সনদ নিয়ে যাচ্ছেন কিনা- এ সংক্রান্ত বিষয়গুলোও আমরা দেখছি।
এ ছাড়া রেডজোন বগুড়া ও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।