হোম খুলনানড়াইল স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পরকীয়া প্রেমের প্রতিশোধ নিতে প্রেমিক স্কুল শিক্ষকের দু-পা ভাঙার অভিযোগ

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পরকীয়া প্রেমের প্রতিশোধ নিতে প্রেমিক স্কুল শিক্ষকের দু-পা ভাঙার অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 67 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পরকীয়া প্রেমে জড়িয়ে হামলার দুই পা ভাঙলো এক স্কুল শিক্ষকের। প্রতিবেশী গৃহবধুর সঙ্গে পরকীয়ার জেরে ঐ নারীর সংসার ভাঙ্গার প্রতিশোধ নিতে তার স্বামী স্বজনরা এ কান্ড ঘটায় বলে জানা যায়। বুধবার(২৬মার্চ) বেলা ১০টার দিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল আরাফাত নামে ঘটনার শিকার ঐ শিক্ষককে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাতালে নেয়া হয়ে হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী জানায়, স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল আরাফাত তার প্রতিবেশী এক দুই সন্তানের জননীর সঙ্গে পরকীয়ার প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে শিক্ষক আব্দুল্লাহ্ সঙ্গে ঐ নারীর স্বামীর পরিবারের কলহ শুরু হয়ে তা মারপিট মামলা মকদ্দমায় গড়ায়,। এক পর্যায়ে ঐ নারীও তার স্বামীর সংসার ছেড়ে তার বাবার বাড়ি ফিরতে বাধ্য হয়। এ নিয়ে দুইপক্ষে বিদ্যমান দ্ব›েদ্বর বুধবার (২৬মার্চ) সকালে শিক্ষক আব্দুল্লাহ্ তার বাড়ি থেকে পার্শ্ববর্তী গোবরা বাজারে যাওয়ার পথে লাঠিশোঠা নিয়ে হামলা চালিয়ে তার দু’পা ভেঙ্গে দেয়া হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক আব্দুল্লাহ্কে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করেন। আব্দুল্লাহ আল আরাফাত গোবরা পার্বতী বিদ্যাপীঠে শিক্ষকতা করেন। তিনি এ পর্যন্ত তিন বিয়ে করেছেন বলে স্থানীরা জানায়।
ঘটনাস্থলের পাশ্ববর্তী মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিবেশী গৃহবধুর সঙ্গে শিক্ষক আব্দুল্লাহ্র পরকীয়া প্রেমের জেরে ইতিপূবে মারামারির ঘটনায় ঐ নারীর স্বামী ও তার পরিবারের কয়েক জনের নামে আব্দুল্লাহ্ মামলা দায়ের করেন। নারীঘটিত এসব বিষয় নিয়ে বিরোধের জেরে শিক্ষকের উপর হামলা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন