মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বামীর নির্যাতন আর ঋণের বোঁঝা সইতে না পেরে তাছলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আজ ২১ জানুয়ারী বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকাগামী এগারসিন্ধুর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটায় বলে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ গৃহবধূর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার উপ- পরিদর্শক সহিদ মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে।