হোম রাজনীতি স্বামীকে জেতাতে গিয়ে জামানত হারিয়েছেন স্ত্রী

রাজনীতি ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনে নিজে স্বতন্ত্র প্রার্থী হয়ে একই আসনে স্বতন্ত্র প্রার্থী স্বামীকে জয়ী করতে গিয়ে জামানত হারিয়েছেন স্ত্রী মাসুমা আখতার। এ নির্বাচনে স্বামী শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে জয়লাভ করেছে। তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে ১৬৯ ভোট পেয়ে হারিয়েছেন জামানত।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের দেয়া নির্বাচনী ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

গাইবান্ধা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুমা আখতারসহ ৫ প্রার্থী অংশগ্রহণ করেন।

রোববার (৭ জানুয়ারি) ওই নির্বাচনের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুয়ায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন