রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর):
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, নানা ষড়যন্ত্র সত্বেও স্বাধীনতা পরবর্তী জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের অর্জন বিস্ময় জাগিয়েছে সারা বিশ্বে। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রা দৃষ্টান্ত স্থাপন করেছে জননেত্রী শেখ হাসিনা। এই উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে ওই স্বধীনতা বিরোধী সম্প্রদায় ও গণতন্ত্র বিরোধী চক্র আবারও নানাভাবে মাথাচড়া দিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের সকলের সজাগ থেকে এদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী মরগার মুখ হতে দিকদানার ঘাট পর্যন্ত এক কোটি ৭০ লাখ টাকার ২ কি: মি পিচের রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্থানীয় প্রবীন আওয়ামী লীগ নেতা অব: মাষ্টার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাদেরকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। যে কোনও সমস্যা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য ইতিহাস সৃষ্টিকারী সংগঠন আওয়ামী লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান,মশ্বিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউছুপ আলী, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সোহেল রানাসহ প্রমুখ।