নড়াইল প্রতিনিধিঃ
স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগের অংশ গ্রহন ছাড়া নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিজয় দিবস। এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সূর্যোদয়ের মুহুর্তে ছিলো শ্রদ্ধা নিবেদনের আয়োজন।
সূর্যোদয়ের পূর্বেই জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড, বিএনপিও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সকল সরকারি বিভাগও দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সকলে সতবেত হন স্মৃতিস্তম্ভ চত্বরে। প্রথমে জেলা প্রশাসন পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা,জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ একে একে সকলে স্মৃতিস্তম্ভের পাদদেশে পূষ্পার্ঘ নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সঙ্গিতের তালে তালে জাতীয় পতাকা উত্তেলন করা হয়। সবশেষে ছিলো দোয়ার আয়োজন। এসময় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আতœার শান্তিও দেশজাতীর সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দিনব্যাপি কর্মসুচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্বাধনা ,জেলা প্রশাসকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বীরশ্রেষ্ট নুর মোহাম্মাদ স্টেডিয়ামে বিজয় মেলার আয়োজন করা হয়।