পিরোজপুর অফিস:
পিরোজপুরের স্বরূপকাঠিতে মাসুম (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের আউরিয়া এলাকার দফাদার বাড়ি মসজিদ সংলগ্ন খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
মাসুম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের আব্দুল মন্নান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে ওই খালে ভাসমান লাশ দেখে এলাকাবাসি থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।