অনলাইন ডেস্ক :
করোনা ভাইরাসের মহামারিতে দিনে দিনে বেড়েই চলছে মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসটির থাবায় এ পর্যন্ত প্রাণ গেলো ১০ হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১০ হাজার ৩ জনের প্রাণ গেছে। দেশটিতে একদিনে ৯৫০ জনের আক্রান্তের সংখ্যায় রেকর্ড হয়েছে বলেও জানিয়েছে সিএনএন।
খবরে আরও বলা হয়, বুধবার পর্যন্ত ১০.৫ শতাংশ করোনায় আক্রান্ত বৃদ্ধি পেয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে রেকর্ড পরিমাণ ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্তের দাঁড়িয়েছে ৯ লাখ ৪১ হাজার। আর মরণ ভাইরাসটিতে বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৪৭ হাজারের বেশি মানুষ।